স্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাসের এই দুর্যোগে কর্মহীন অসহায়দের সহযোগিতা করলেন বৃহত্তর দাউদকান্দির সামাজিক সংগঠন “মেধার বিকাশ সাহিত্য ও সংস্কৃতিক সংগঠন” । বুধবার দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তিন’শ কর্মহীন লোককে নগদ ৫’শ টাকা করে আথিক সহযোগিতা করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি ডাঃ মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ আবু সালাম চৌধুরী সামাজিক সংগঠন মেধার বিকাশ এর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, মহামারির এ সময়ে কর্মহীন মানুষের জন্য নগদ টাকা সহায়তা অসহায় মানুষের জন্য বড় কিছু হতে পারে। সবাইকে সবার জায়গা থেকে এই ক্রান্তি লগ্নে মানবতার পাশে দাঁড়ানোর জন্য আহ্ববান জানান তিনি। ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়ান। মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখুন। সরকার যথেষ্ঠ করছে। এর পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে সাধ্য মত সহযোগিতা করলে হয়তো আশা করি এই ক্রান্তি লগ্ন আমরা খুব সহজেই পার করতে পারবো। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর স্হায়ী কমিটির সদস্য মোঃগাজী মাজহারুল ইসলাম, আবুল বাসার মাস্টার, মোঃ জিন্নাত অালী, মোঃ মাসুম রেজা মিন্টু।