স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশেই চলছে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে নিন্ম আয়ের দিনমজুর পরিবার গুলো। ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই, কুমিল্লার দাউদকান্দি উপজেলার এমন অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য উপজেলার সদর উত্তর ইউনিয়নের কৃতি সন্তান ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ। ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ এর অর্থায়নে রবিবার ওই ইউনিয়নের কর্মহীন তিন’শ ৫০ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, তেল সেমাই, চিনি ও নগদ টাকা বিতরন করে এলাকাবাসী।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি মহিউদ্দিন আহম্মেদ দেশের বাহিরে থাকায় তাঁর পক্ষে উপজেলা যুবলীগের সদস্য মোঃ গোলাম মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মহিউদ্দিন আহম্মেদ ফোনে জানান, আওয়মীলীগ সরকারের আমলে কোন লোক না খেয়ে থাকবে না। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন এককোটি পরিবার প্রধানকে মোবাইলের মাধ্যমে নগদ আড়াই হাজার টাকা করে দিচ্ছে, যা দেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। আমি মনে করি এই দুর্যোগ মুহুর্তে দেশের প্রতিটি গ্রামের বিত্তবান ও স্বচ্ছল মানুষদের যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত।