॥ স্টাফ রিপোর্টার ॥
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি মাঠে ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন কুমিল্লা রিজার্ব অফিস ও ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি। খেলায় বিজয়ী হন কুমিল্লা রিজার্ব অফিস টিম। বিজয়ী খেলোয়ারদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি হাইওয়ে পুলিশ সুপার (কুমিল্লা রিজিওন) মোঃ নুরুল ইসলাম বিপিএম,পিপিএম।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(হাইওয়ে পুলিশ) মোল্লা মোহাম্মদ শাহিন, সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম , কুমিল্লা চেম্বার অফ কমার্সের সদস্য আলহাজ¦ আলী আহম্মদ মিয়াজী, জনতা ব্যাংক গৌরীপুর শাখা ব্যবস্থাপক মোঃ আবু তাহের টিটুসহ বিভিন্ন ইউনিট প্রধানগণ ।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের আয়োজনে এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্য সালেহ আহম্মেদ ও দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগারের সার্বিক তত্বাবদানে কুমিল্লা রিজিওনের বিভিন্ন ইউনিটের ৩২টি টিম অংশ খেলায় গ্রহন করেন।