স্টাফ রিপোর্টার,
আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দাউদকান্দিতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুরে দাউদকান্দি প্রেসক্লাবের সামনে থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গৌরীপুর বাজার সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রদক্ষিন শেষে গৌরীপুর কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সম্প্রীতি সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবাবায়ক আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক হেলাল মাহমুদ, গৌরীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মমিনুল হক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুবলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী যায়েদ আহম্মেদ জুলহাস প্রমূখ।
আপনার মতামত লিখুন :