স্টাফ রিপোর্টার
দাউদকান্দিতে বৃক্ষরোপন, আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৫আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জন্মদিনের কর্মসূচি শুরু করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতিচারণ নিয়ে আলোচনা করেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিয়াউর রহমান, মডেল থানার ওসি মোঃ আলমগীর ভূঞা, মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার খোরশিদ আলম, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, জেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব। এছাড়া উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, বিদ্যালয় প্রধান এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি।
আপনার মতামত লিখুন :