স্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দিতে ভিটামিন এ প্লাস কেম্পেইনের উদ্ধোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহিনুল আলম সুমন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোঃ জামাল উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাহিনুল আলম সুমন জানান, উপজেলার প্রত্যন্ত গ্রামে এবং ভাসমান শিশুদেরও এ প্লাস ভিটামিন খাওয়ানো হবে।