স্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দিতে ব্যাংক কর্মকর্তাসহ আরো ১১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার(৮জুন) মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক গোয়ালমারী শাখার পাঁচ কর্মকর্তা, সোনালী ব্যাংক দাউদকান্দি বাজার শাখার ম্যানেজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও তাঁর স্বামী , গৌরীপুর বাজারের দু’জন ব্যবসায়ী এবং আঙ্গাউড়া গ্রামের ১জন নতুন করে আক্রান্ত হয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, মিচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক গোয়ালমারী শাখাসহ গৌরীপুর বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্টানও লকডাউন করা হয়েছে। তবে এখন করোনাকে ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মেনে সাহসিকতার সাথে মোকাবিলা করার জন্য দাউদকান্দিবাসীকে আহবান জানান।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহীনূর আলম সুমন জানান, উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫২ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ১৯জন। এসব আক্রান্তদের সংস্পর্ষে যারা এসেছিলেন তাদের সকলের নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে। তবে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা না আসলে আমাদের আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি পড়তে হতে পারে। তাই যার যার অবস্থান থেকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে হবে।