।।স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লার দাউদকান্দিতে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মানুষের ঢল। সুর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি ও মুক্তিযুদ্ধ স্বৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় মুক্তিযুদ্ধ সৃতিস্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ,
বিএনপি ও অংগসংঠনসহ সামাজিক সংগঠন ও সুশীল সমাজের লোকজন পুস্পস্তবক অর্পণ করেন। এদিকে দাউদকান্দি উপজেলা পরিষদ ভবন, পৌর ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি মলে ও হাইওয়ে থানা ভবন, গৌরীপুর ও সুন্দুলপুর ইউপি ভবনসহ বিভিন্ন প্রতিষ্টানের ভবন রঙ্গীন আলোয় সজ্জিত করা হয়েছে।
দাউদকান্দি মুক্তিযুদ্ধ স্বৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলীর পক্ষে পরিষদেও কর্মকর্তা কর্মচারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেলিম শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাহীনুর আলম সুমন, মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, সাবেক দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবীব চৌধূরী, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন
দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সূচনা কমিউনিটি টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ
উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হেলাল মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগ
এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ সামসুল আলম খন্দকার, সাধারণ সম্পাদক আবুল হাসেম চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া
উপজেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাজারী ও যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম হাজারী প্রমূখ।