স্টাফ রিপোর্টার,
অপরাধ দমনে আরও তৎপর হতে দাউদকান্দি উপজেলার গ্রাম পুলিশদের(মহিলা) মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ১৫টি ইউনিয়নের ৫৭জন গ্রাম পুলিশের হাতে সাইকেল তুলেদেন প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি।
সাইকেল বিতরণ শেষে সুবিদ আলী ভূইয়া বলেন, গ্রাম পুলিশদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। সাইকেল দিয়ে গ্রাম পুলিশরা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করবে। থানা পুলিশ সেই তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে। এতে করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আলমগীর ভূঞা, জেলা পরিষদ সদস্য জেবুন্নেছা জেবু, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :