॥ নিজস্ব প্রতিবেদক ॥
কুমিল্লার দাউদকান্দিতে আরও ১৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমন শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহীনূর আলম শনিবার(২৭ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে দাউদকান্দি উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো একশো ৪০ জনে এবং সুস্থ্য হয়েছেন ৭১ জন।
ডাঃ শাহীনূর আলম সুমন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্স, একজন স্বাস্থ্য সহকারী, একজন পরিচ্ছন্নতাকর্মী, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির একজন পুলিশ সদস্যসহ বিভিন্ন গ্রামের সাতজন নতুন করে সংক্রমিত হয়েছেন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ২জনকে প্রাতিষ্টানিক হোম আইসোলেশনে এবং বাকিদের নিজ নিজ বাড়িতে ( হোম আইসোলেশনে) রাখা হয়েছে। পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশনা দেয়া হয়েছে।