স্টাফ রিপোর্টার,
২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৩ উপলক্ষে নিরাপদ সড়ক চাই(নিসচা) মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে । রবিবার(১অক্টোবর) বেলা ১১টায় দাউদকান্দি শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ ও আলোচনা সভার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানায় নিসচা এবং হাইওয়ে পুলিশের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার আহবায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম। এসময় নিসচা’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখা এবং দাউদকান্দি হাইওয়ে থানা যৌথভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ২২ অক্টোবর জাতীয় “নিরাপদ সড়ক দিবস” উপলক্ষে গৌরীপুর বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :