দাউদকান্দিতে জেলা প্রশাসকের দিনব্যাপি কর্মসূচি


admin. প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৩, ১০:১০ অপরাহ্ণ /
দাউদকান্দিতে জেলা প্রশাসকের দিনব্যাপি কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার,
কুমিল্লার নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের দাউদকান্দি আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান। সোমবার (২ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় তিনি বলেন, মাননীয় ডিসি স্যার কুমিল্লায় যোগদানের পর এই প্রথম দাউদকান্দির বিভিন্ন উন্নয়ন, আশ্রয়ন প্রকল্প, প্রতিবন্ধি সেন্টারে প্রশিক্ষনার্থদের সুবিধা অসুবিধা, প্লাবন ভুমিতে মৎস্য চাষ, চাষীদের সাথে মতবিনিময়সহ দিনব্যাপী বিভিন্ন   কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। গৌরীপুর বাজার এবং কুমিল্লামুখী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ও ভ’ক্তভোগীদের মতামত শুনবেন।

এ ছাড়াও বিকেলে গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে নাইজেরিয়ান খেলোয়ার সমৃদ্ধ একাদশের সাথে দাউদকান্দি একাদশের একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।

শেয়ার করুন