দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


admin. প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ /
দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

স্টাফ রিপোর্টার,
আলোচনা সভা ও আনন্দ র‌্যালির মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ। বৃহস্পতিবার বেলা ১১টায় দাউদকান্দি টোল প্লাজা থেকে একটি র‌্যালী বের করেন সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল ঘুরে উত্তর জেলা শ্রমিকলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধন অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন।
তিনি বলেন, আওয়ামীলীগের ভাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগ দেশের শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ২০৪১ সালের মধ্যে একটি অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী ও ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচিসহ যথাযথভাবে বাস্তবায়নে মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়ার নেতৃত্বে দাউদকান্দি শ্রমিকলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন প্রমূখ।

শেয়ার করুন