নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. ফরহাদ (১৭) নামের এক পাথরশ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বরদল গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। চট্টগ্রামগামী
কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ । লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।