স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে করোনা দুর্যোগে কর্মহীনদের নগদ অর্থ সহায়তা দিলেন সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম আজাদ। সোমবার সকালে উপজেলার সদর উত্তর ইউনিয়নের চরচারুয়া, নন্দনপুর, কদমতলী ও কেডিসি এলাকার দুস্থ্য গরীব ও কর্মহীন অসহায় পরিবারে প্রায় সাড়ে চার লাখ টাকার এ নগদ অর্থ সহায়তা করা হয়। প্রবাসী আবুল কালাম আজাদ এর পক্ষে তাঁর বাবা উপজেলা সদরের কদমতলী সুপার মার্কেটের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন দুলাল নগদ অর্থ বিতরণ করেন। এসময় উপন্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মো” সোহেল রানা প্রমূখ। অসহায়দের সহায়তা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে দেলোয়ার হোসেন দুলাল বলেন, আমি একসময় দর্শনা চিনি কলের শ্রমিক ছিলাম। কর্মহীন শ্রমিক বা সমাজের অবহেলিত লোকদের সমস্যার কথা এবং ছেলে মেয়ে নিয়ে সংসার চালানোর কষ্ট আমি জানি। আজ আমার ছেলে সিঙ্গাপুরের নাগরিক এবং সেখানকার প্রতিষ্টিত ব্যবসায়ী। তাই শুধু করোনার সময় নয়, যে কোন দুর্যোগের সময় আসহায়দের পাশে আছি এবং থাকবো।