স্টাফ রিপোর্টারঃ
লকডাউন শিথিল করায় করোনার ভয় উপক্ষো করে দাউদকান্দির পৌরসদর ও গৌরীপুর বাজারে প্রথম দিনেই ভিড় দেখা গেছে। বন্ধ থাকার দুই মাস পর সরকার দেশের শপিংমল ও দোকান সীমিত আকারে খোলার সুযোগ দেয়। তবে শর্ত ছিল সামাজিক দূরত্বসহ অনান্য স্বাস্যবিধি মেনে চলার। কিন্তু সেগুলোর কিছুই দেখা যায়নি গৌরীপুর বাজারে কেনাকাটার প্রথম দিনেই। শপিংমল ও দোকান খুলে দেওয়ার
এর আগে মার্চের মাঝামাঝি থেকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার নিত্যপ্রয়োজনী পণ্য ও ওষুধের দোকান ছাড়া অন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল। দুই মাস পর এসব প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শর্ত ছিল ক্রেতা বা বিক্রেতারা হাতে গ্লাভস, মুখে মাস্ক কিংবা দূরত্ব বজায় রাখবেন। তবে এর কোনোটিই অনেককে মানতে দেখা যায়নি।
উপজেলার পৌরসদর ও গৌরীপুর বাজারে রোববার দেখা গেছে স্বাভাবিক সময়ের মতো মানুষের কোলাহল। তবে আইনশৃঙ্খলা বাহিনী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে তাদের সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে দেখা গেছে।