দাউদকান্দিতে উপজেলা কাব কাম্পুরী সমাবেশ উদ্বোধন


admin. প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৭:১১ অপরাহ্ণ /
দাউদকান্দিতে উপজেলা কাব কাম্পুরী সমাবেশ উদ্বোধন

স্টাফ রিপোর্টার,
দাউদকান্দিতে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী ও ১ম উপজেলা  স্কাউট ডে  উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার  জুরানপুর কলেজ মাঠে উদ্বোধন করেন প্রধান অতিথি  প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এমপি। তিনি বলেন, স্কাউটিং  কার্যক্রম সম্পসারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। শিক্ষার্থীদের সুন্দর ও মাদকমুক্ত জীবন তৈরিতে স্কাউটিং অগ্রনী ভুমিকা পালন করছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান  এর সভাপতিত্বে এবং উপজেলা স্কাউটের সম্পাদক ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন -উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান প্রমূখ।  উপজেলার বিভিন্ন  প্রাথমিক বিদ্যালয়,  মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে স্কাউট ইউনিট, কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ এ কর্মকর্তা, স্কাউট শিক্ষক, স্কাউট ও কাব স্কাউট সদস্যরা অংগ্রহন করেন।

শেয়ার করুন