॥ স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লার দাউদকান্দিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি সোমবার সন্ধ্যায় উপজেলার জুরানপুর কলেজ মাঠে অসহায় শীতার্তদের হাতে এ কম্বল তুলেদেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কতৃক আয়োজিত বিতরণ সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, তারিকুল ইসলাম নয়ন, গোয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম ইলিয়টগঞ্জ উত্তর ইউনের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রধান প্রমূখ।