দাউদকান্দিকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন নবাগত এএসপি এবং ওসি


admin. প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ /
দাউদকান্দিকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন নবাগত এএসপি  এবং ওসি

স্টাফ রিপোর্টার,
দাউদকান্দিকে  মাদকমুক্ত করার ঘোষণা দিলেন নবনিযুক্ত এএসপি( দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির শোয়েব এবং ওসি মোঃ মোজাম্মেল হক। শনিবার (২৬আগষ্ট) দুপুরে দাউদকান্দি মডেল থানার ওসির কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায়  এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) মোঃ এনায়েত কবির শোয়েব সাংবাদিকদের সহযোগিতা কামনা করে দায়িত্ব পালনে তাদের পক্ষ থেকে সম্ভাব্য সবধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মাদক নির্মুল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নবাগত ওসি মোঃ মোজাম্মেল হক  বলেন, সাংবাদিকরা অনেক বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন। পুলিশ ও সাংবাদিক পরষ্পর পরিপুরক। সাংবাদিকদের পক্ষ থেকেও ইতিবাচক সহায়তার আশ্বাস প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া সভায় উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২২ আগষ্ট ওসি মোজাম্মেল হক এবং প্রায় একমাস পূর্বে সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব দাউদকান্দি সার্কেলে যোগদান করেন।

শেয়ার করুন