।। স্টাফ রিপোর্টার ।।
দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাইম ইউসুফ সেইন বলেন, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন। গত পাঁচ বছরে প্রায় শতকোটি টাকার অবকাঠামো উন্নয়ন হয়েছে পৌরসভায় , যা আপনাদের চোখের সামনে দৃশ্যমান। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বাড়াগাও তালতলি এলাকায় গণসংযোগকালে পথ সভায় এ কথা বলেন তিনি। উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কাজ করতে গিয়ে হয়তো ভুল ভ্রান্তি হতে পারে , আপনার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গত পাঁচ বছর আমি মেয়র থাকা অবস্থায় দাউদকান্দিকে মডেল পৌরসভা গড়ার লক্ষে কাজ করেছি। বিজয়ী হলে দাউদকান্দি পৌরসভাকে উন্নয়নের মাধ্যমে প্রথম শ্রেণীতে উন্নীত করে মডেল পৌরসভায় রূপান্তরিত করার চেষ্টা করব।
তাই আপনাদের দোয়া , ভোট এবং সহযোগিতা কামনা করছি। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, হাসানপুর কলেজের সাবেক ভিপি অহিদুল ইসলাম, একই কলেজের সাবেক সাধারণ সম্পাদক রবিউল সরকার বাবু, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্নাসহ স্থানীয় নেতাকর্মীগণ।