তিতাস প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার(১৯ মে) দুপুরে লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ আহমেদ ।
তিনি জানান, হাসপাতালের তিনজন স্টাফ করোনা পজেটিভ হওয়ায় কুমিল্লা সিভিল সার্জন ও উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে শুধু জরুরী বিভাগ খোলা থাকবে। তিনজনই কোয়ার্টারে থাকে, তাদের পরিবারেরর সদস্য এবং হাসপাতালের সকল স্টাফদের নমূনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার দেশ রূপান্তরকে জানান, হাসপাতালের তিনজন স্টাফ করোনা রোগী সনাক্ত হওয়ায় এবং সংক্রমনের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। তিতাসবাসীর নিরাপত্তা নিশ্চিতি করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।