স্টাফ রিপোর্টার,
গণতন্ত্রের মানসকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড মামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্বরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তিতাস উপজেলায়।উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ পৃথকভাবে কর্মসূচি পালন করেন। আজ (২১ আগস্ট) শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্বরণে দোয়া ও আলোচনা সভা তিতাস উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো.মহাসীন ভূঁইয়া’র পরিচালনায় আরো বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো.শাহ আলম শান্তি, মো.আনোয়ার হোসেন, মো.মোহাজ্জেম হোসেন, বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.নুরনবী, সাতানী ইউনিয়নের চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.মজিবুর রহমান, কলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ বাহার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো.গাজী সোহেল রানা(এস-অবঃ), উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি শাহ আলম মেম্বার ও সাংগঠনিক আব্দুল মান্নান মুন্সী প্রমুখ।
বিকাল ৪টায় জেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহা উদ্দিন বাহার, যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু , তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ ও কামাল পারভেজ এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ ভবনের সামনে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভায় দাউদকান্দি, মেঘনা, হোমনা, মুরাদনগর ও চান্দিনা উপজেলা যুবলীগের নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগস্ট আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলার পরিকল্পনা কারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এর আগে সকালে উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
আপনার মতামত লিখুন :