স্টাফ রিপোর্টার,
কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড় ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে শান্তি মিছিল বের হয়ে হোমনা- গৌরীপুর সড়ক হয়ে উপজেলা পরিষদ ঘুরে পুনরায় সংগঠনের কার্যালয়ের সামনে এসে শান্তি সমাবেশ করেন নেতৃবৃন্দ।
সমাবেশে তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু,তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন।অনুষ্ঠিত শান্তি সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করার অপচেষ্টা চালাচ্ছে । যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবো আমরা।
আপনার মতামত লিখুন :