||স্টাফ রিপোর্টার||
করোনা পরিস্থিতিতে কর্মহীন দিনমজুরসহ অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা গোলাম সারওয়ার সরকার। বুধবার কুমিল্লার তিতাস উপজেলার দুই হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এর আগেও তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির পরামর্শে নিজস্ব অর্থায়নে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ গ্রাম জিয়ারকান্দি থেকে বিতরণ শুরু করেন।
সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির উৎসাহে অসহায়দের পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। তবে ব্যাক্তি উদ্যোগে সমাজের উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখা সম্ভব নয়। তবুও সাধ্য মত চেষ্টা করছি সাধারণ মানুষের মতো হয়ে জনগনের সেবা করতে। যতদিন বেচে আছি এ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।