২৪ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদীর মোড় নদীর ধার এলাকা হতে দিনে দুপুরে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ০৪ জনকে ০২(দুই) প্যাকেট তাস ও নগদ ৬,৬৫০/-(ছয় হাজার ছয়শত পঞ্চাশ) টাকাসহ আটক করে।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদিরমোড় নদীর ধার গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে মোঃ নুরুল ইসলাম (৫০), মৃত আঃ কুদ্দুসের ছেলে মোঃ আঃ সালাম (৫৫), মৃত আমির হোসেনের ছেলে মোঃ আসির উদ্দিন (৫০) ও মৃত সাবের মিস্ত্রির ছেলে মোঃ রুহুল আমিন (৪০)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :