স্টাফ রিপোর্টারঃ
করোনা মোকাবিলায় চিকিৎসায় সেবায় বিশেষ ভূমিকা পালন করায় জেনারেল উপাধি পেলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম সুমন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির গত ৬ মে চট্টগ্রাম বিভাগের ১৪জন কর্মকর্তাকে এ উপাধি দেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম সুমন জেনারেল উপাধি পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, জেলা আওয়ামীলীগ নেতা ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী।