জিয়া-মোশতাকের মরনত্তোর বিচার করতে হবে—– ইঞ্জিঃ আব্দুস সবুর


admin. প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২১, ১০:৫০ অপরাহ্ণ /
জিয়া-মোশতাকের মরনত্তোর বিচার করতে হবে—– ইঞ্জিঃ আব্দুস সবুর

স্টাফ রিপোর্টার,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার জন্য খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর। শুক্রবার(২৭আগষ্ট) বিকেলে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা বাজারে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ দাবী করেন তিনি।
ইঞ্জিঃ আব্দুস সবুর বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা দিতে গিয়ে ২৪ বছর সংগ্রাম করতে হয়েছে তাকে। এই দেশের জন্য বঙ্গবন্ধু জীবনের বেশির ভাগ সময় প্রায় চার হাজার ৬৮২দিন কাটাতে হয়েছে কারাগারে । বঙ্গবন্ধু মাত্র তিন বছরে বাংলাদেশকে হতদরিদ্রের তালিকা থেকে স্বল্পন্নোত দেশের তালিকায় নিয়েছিলেন। বঙ্গবন্ধুর পথ ধরেই তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। যা এখন বিশে^ শেখ হাসিনা মডেল পরিচিত। বিদেশে আজকে বাংলাদেশকে চিনে উন্নয়নের বাংলাদেশ, আজকে বাংলাদেশকে চিনে শেখ হাসিনার বাংলাদেশ হিসেবে।
তিনি আরো বলেন, ৭৫এর ১৫আগষ্ট বঙ্গবন্ধুর হত্যা সঙ্গে খুনি মোশতাক ও জিয়া জড়িত ছিল। কারন জিয়া উপ-সেনা প্রধান ছিলেন, তখন তাঁর সাংবিধানিক দায়িত্ব ছিল রাষ্ট্র প্রধানের নিরাপত্তা নিশ্চিত করা। সেটা না করে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

তিনি বলেন, আগষ্ট একটি কালিমালিপ্ত মাস। এই মাসে জিয়া মোশতাকের প্রেতাতরা উল্লাসিত হয়, আরো ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি মনে করি স্বেচ্ছাসেবক লীগের আজকের সমাবেশের মঞ্চটি গতকাল রাতে ভাঙ্গা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক হাজি তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার।
এছাড়া বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোসলেহ উদ্দিন মোসলেম, সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, যুগ্নসাধারণ সম্পাদক ভিপি সালাউদ্দিন রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক বিল্লাল মজুমদার।

শেয়ার করুন