স্টাফ রিপোর্টার জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎকরা। শনিবার(২৫ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে কর্মহীন অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারে দিকনর্দেশনা মেনে চলার পরামর্শ দেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডাঃ মোঃ শাহিনূর আলম সুমন বলেন, উপজেলার ০৮ জন করোনা পজিটিভ রোগীকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি মোতাবেক হোম কোয়ারান্টাইনে রেখেই চিকিৎসা করা হচ্ছে। রোগী এবং তাদের পরিবারের পুষ্টির কথা চিন্তা করে নিজ উদ্যোগে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেই। তাদের স্বাস্থ্যর খবর নেই ।
এসময় উপস্থিত ছিলেন আরএমও ডাঃজামাল উদ্দিন, এমটি ল্যাব সোহেল, এমটি ইপিআই শেখ ফরিদ, অফিস সহকারী হাসিবুল প্রমূখ।