ঘুরে আসতে পারেন বাংলার নায়াগ্রা নাফাখুম জলপ্রপাত। এটি বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। জেলা থেকে থানচি উপজেলার দূরত্ব প্রায় ৮৩ কিলোমিটার। সাঙ্গু নদীর পাড়ে উপজেলাটি। থানচি থেকে তিন্দু ও রেমাক্রিং হয়ে নাফাখুম যেতে হয়। সাঙ্গু নদী ধরেই রেমাক্রীং এর দিকে নৌকা ধীরে ধীরে উপরে দিকে উঠে। প্রতিটি নৌকায় ৫ জনের বেশি উঠা যাবে না। থানচি থেকে রেমাক্রীয় নৌকায় যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা। যাওয়ার সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ হবেন, মাঝে মাঝে ভয়ও পাবেন যখন নৌকাটি নিচে থেকে উপড়ে উঠবে। নদীর দুই ধারে উচু উচু পাহাড়ের চূড়ায় জমে থাকা মেঘ। সবুজে মোড়ানো প্রতিটি পাহার যেন মেঘেরকোলে শুয়ে আছে অবলীলায়। প্রকৃতি এখানে এতো সুন্দর ভাবাই যায় না । গৌরীপুর স্বৃষ্টি সাহিত্য ও সমাজ কল্যান সংগঠনের ১৮ জনের একটি দল গিয়েছিলো।
আপনার মতামত লিখুন :