স্টাফ রিপোর্টার,
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দাউদকান্দি উপজেলার গৌরীপুরের বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া পূঁজামন্ডব আয়োজক কমিটির হাতে এ অনুদান তুলেদেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আইন শৃঙ্খলাসহ দুর্গা উৎসবের নানান বিষয়ে খোঁজখবর নেন।
গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপে এই আর্থিক অনুদান প্রদান করেন।
পূজামণ্ডপসমূহ পরিদর্শনে উপস্থিত ছিলেন- দাউদকান্দি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী,
গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সরকার, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মমিনুল হক, উপজেলা যুবলীগ নেতা মোঃ ইসমাইল, সাদেক মাষ্টার প্রমূখ।
আপনার মতামত লিখুন :