গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ি গ্রেপ্তার।
প্রকাশের সময় : মার্চ ২, ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ণ

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্তে এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) গোলাম মোর্শেদ, এএসআই(নিঃ) মোঃ শাহাদুল হোসেন এবং অন্যান্য ফোর্সের সহায়তায় আরপিএমপি কোতয়ালী থানার ১৪ নং ওয়ার্ডস্থ দেওডোবা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন রংপুর দেওডোবা ডাংগিরপার এলাকায় জনৈক প্রফেসর মোঃ আঃ হালিম (৬৫) এর ভাড়াদেওয়া নীচতলা উত্তর পুর্ব কর্নারে রুমে ধৃত আসামী মোঃ রাসেল এর ভাড়া নেওয়া বাসার ভিতরে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ রাসেল বাবৃু (২৪), পিতা-মোঃ আফজাল হোসেন, মাতা-মোছাঃ তহমিনা বেগম, সাং-লালদিঘি সোনার পাড়া, (জব্বার মাস্টার এর বাড়ীর পার্শ্বে) ইউনিয়ন-০৬ নং রাধানগর থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর; বর্তমানে- ১৪ নং ওয়ার্ডস্থ দেওডোবা ডাংগিরপাড়,(চাইল্ড কেয়ার কিন্টার গার্ডেন স্কুল সংলগ্ন) জনৈক প্রফেসর মোঃ আঃ হালিম, (৬৫), পিতা-মৃত-সুলতান আহম্মেদ এর ৩তলা ভবনের নিচ তলা (উত্তর পুর্ব কর্নারের রুমের ভারাটিয়া), থানা-কোতয়ালী মহানগর রংপুর।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।
উল্লেখ্য যে, রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে
আপনার মতামত লিখুন :