স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া বলেছেন, বিশ্ব আজ এক কঠিন পরিস্থিতিতে অবস্থান করছে। বাংলাদেশ সেই বাস্তবতারই অংশ। এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের সফল হতে হবে। সরকার যে কোন পরিস্থিতিতে আপনাদের পাশে আছে এবং থাকবে। বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে জনকল্যাণে সরকারের বিভিন্ন সহায়তা অনুদান প্রদান কালে একথা বলেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা ও সংকট নিরসনে সরকার বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি উপজেলার অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং আর্থিক অনুদানসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদানে কঠোর নির্দেশনা দেয়া রয়েছে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াররম্যান রোজিনা আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরীসহ উপজেলার বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানগণ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে গাছের চারা রোপন এবং জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।