॥ স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার(১ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে অনুমোদিত কমিটির তালিকা হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার। ২০১৯ সালের ৯ডিসেম্বর সম্মেলন অনুষ্টিত হয়। ওইদিন রাতেই ম. রুহুল আমিনকে সভাপতি এব রোশন আলী মাষ্টারকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে আজ মঙ্গলবার ৭২সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন এবিএম গোলাম মোস্তফা, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, । এ্যাডঃ নিজামুল হক, সাংবাদিক শাহজাহান, অধ্যাপক ডা. আব্দুল মান্নান জয়, আলহাজ¦ আব্দুল মতিন মুন্সি, মুক্তিযোদ্ধা হানিফ সরকার, শেখ আব্দুল আওয়াল, বশিরুল আলম মিয়াজী, মুক্তিযোদ্ধ মাঈনুল হোসেন ও আবু নাসের। যুগ্ন-সাধারণ সম্পাদক হয়েছেন বাসুদেব ঘোষ, মোঃ শহিদুল্লাহ ও গোলাম ফারুক রানা।
কমিটিতে হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ ও নাছির উদ্দিন শিশিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া আইনবিষয়ক সম্পাদক এ্যাডঃ আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ হোসেন সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাইম হাসান, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার কোষাধ্যক্ষ নাইম ইউসুফ সেইনকে করা হয়েছে। কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও দাপ্তরিক সম্পাদকসহ ৩৯, সদস্য ৩৬জন এবং ২১জনকে উপদেষ্টা করা হয়েছে।