সংবাদদাতা,
কুমিল্লা সদর দক্ষিন উপজেলায় অভিযান চালিয়ে আব্দুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার ভোরে সুবর্নপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ে ওই গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর এলাকায় অভিযান পরিচালোনা করা হয়। এসময় আব্দুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক আটক করা হয়। তার কাছ থেকে ৫০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৯ বোতল ফেন্সিডিল ও ১০৭ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক) উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল ও স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :