স্টাফ রিপোর্টার
কুমিল্লার মেঘনা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন , আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন, দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক আলোচনা সভা, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ । বেলা সাড়ে ১১টায় মেঘনা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি।
পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সুবিদ আলী ভূইয়া বলেন, জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাঙ্গালির জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং অসাম্প্রদায়ীক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলবো। জাতির পিতা বঙ্গবন্ধুর মতো যোগ্যতা, সাহস, আত্মবিশ্বাস, মনোবল, দূরদশিতা সমগ্র বিশ্বে আর কারও নেই। কোনো হত্যার ভয়ও বঙ্গবন্ধুকে দাবায়া রাখতে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, মেঘনা থানার ওসি আব্দুল মজিদ, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা আওয়ামীলীগ সভাপতি হালিমা আক্তার প্রমূখ।