স্টাফ রিপোর্টারঃ
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, দেশে করোনাভাইরাসের ক্রান্তিকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা ইতিহাসের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে কাজ করে যাচ্ছেন। ছাত্রলীগ এ ধারা অব্যাহত রেখে সামনের দিনগুলোতে আরও বেশি কাজ করে যাবে এবং সর্বদা দেশের মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ।
শনিবার(২৫জুলাই) রাতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপনকৃত সেন্ট্রাল অক্সিজেন পরিদর্শনকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, করোনাকালনি সময়য়ে দাউদকান্দি উপজেলায় বিনা পারিশ্রমিকে দিন-রাত কৃষকদের ধান কাটা থেকে শুরু করে আক্রান্ত রোগী এবং কর্মহীনদের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে এখানকার ছাত্রলীগ নেতাকর্মীরা। যা প্রশংসার দাবী রাখে। শেখ হাসিনার নির্দেশনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ ছাত্রলীগ সব ধরনের কাজ করতে প্রস্তুত ।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: শাহিনুর আলম সুমন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: তারিকুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন. উপজেলা যুবলীগ নো জুলহাস ও হাসানুজ্জামান প্রমূখ।