স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) ও সমমান পরীক্ষায় তিনটি প্রতিষ্টানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। প্রতিষ্টান গুলো হলো বরকোটা স্কুল এন্ড কলেজ, নবগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় এং আনন্দ মাল্টিামডিয়া স্কুল এন্ড কলেজ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী দুইশ পাঁচজন। আজ রবিবার এসএসসি-২০২০ ফলাফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
বরকোটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থী এবং অভিভাবক উভয়েই বিদ্যালয়মূখি হওয়া, অর্ধ-বার্ষিক পরীক্ষায় বাছাইয়ের মাধ্যমে কোন রকম ফি ছাড়া অতিরিক্ত পাঠদান, ম্যানেজিং কমিটির সহযোগিতা, ছাত্র-ছাত্রীদের আন্তরিকতা এবং আমার শিক্ষক মন্ডলীদের নিরলস প্রচেষ্টাই আমাদের সাফল্যেও চাবিকাঠি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ে ৩১টি প্রতিষ্টানের ৪হাজার দুই’শ ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুই’শ ৫জন, পাশের হার ৮০.২০শতাংশ।