স্টাফ রিপোর্টার,
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদসহ সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা । মঙ্গলবাবার(২অক্টোবর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ।
এদিন সকাল থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ সময় উপজেলা পরিষদ মাঠ ও সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থী-সমর্থকদের ভিড় ছিল লক্ষ্যনীয়।
১২টি ইউনিয়নে চেয়াম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মোট ৮০ জন । এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ১২ জন। বাংলাদেশ ইসলামি আন্দোলন ১১জন। জাতীয় পার্টি ১ জন ও স্বতন্ত্র ৫৬। সাধারন সদস্য ৪৫৬ জন সংরক্ষিত সদস্য ১২৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শ্লোগানে শ্লোগানে মুখর ছিল উপজেলা চত্বর। উপজেলার গৌরীপুর, দাউদকান্দি উত্তর, সুন্দলপুর, পাচঁগাছিয়া, গোয়ালমারী, পদুয়া, মারুকা, বিটেস্বর মালিগাও, মোহাম্মদপুর, জিংলাতুলি ও ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় ধাপে অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :