ইলিয়টগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মামুন চেয়ারম্যান


admin. প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২১, ৭:১০ অপরাহ্ণ /
ইলিয়টগঞ্জ  উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মামুন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার,
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রা. বি. উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ । সোমবার(৬ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সকলের সম্মতিতে তিনি সভাপতি নির্বাচিত হন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশিদকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। ইলিয়টগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের চেয়ারম্যান মামুনুর রশিদ ইলিয়টগঞ্জ রা. বি. উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংসদ মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন ও নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বদা চেষ্টা করবো। আজকে যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন