স্টাফ রিপোর্টার।।
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১০৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার(১ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
দাউদকান্দি নির্বাচন অফিসের তথ্য মতে, দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সাধারন সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সাধারন সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৩ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন হবে আগামী ২৯ ডিসেম্বর।
আপনার মতামত লিখুন :