ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে তিতাস উপজেলা আ’লীগের জরুরী তলবী বর্ধিত সভা


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২১, ৫:০৪ অপরাহ্ণ
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে তিতাস উপজেলা আ’লীগের জরুরী তলবী বর্ধিত সভা

কবির হোসেন,তিতাস

 আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নকে সামনে রেখে তিতাস উপজেলা আওয়ামীলীগের একাংশের জরুরী তলবী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর নিটল সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায়  ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌদি আরব থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক তফাজ্জল হোসেন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহম্মেদ, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশ্রাফ, সহ-সভাপতি শাহ আলম শান্তি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ। এছাড়াও নয়টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিতি ছিলেন।

শেয়ার করুন