স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশেই চলছে লকডাউন। এ সময়ে স্থবির হয়ে পড়েছে সকল এলাকা। মানুষের কাজ নাই, খাবার নাই। অসহায় কর্মহীন মানুষগুলো খেয়ে না খেয়ে দিন পার করছেন। এমন সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারান্দিয়া গ্রামবাসী।
বুধবার সকালে নারান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণনের শুভ সুচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল। এসময় উপস্থিত ছিলেন নারান্দিয়া গ্রামের সমাজ সেবক শামীম মোল্লা, ইটালী প্রবাসী মুরাদ ব্যাপারী, সৌদি প্রবাসী ফারুক ব্যাপারী, যুবলীগ নেতা মহসিন শিকদার, ইউপি সদস্য রুবেল তালুকদার, হারুন প্রধান, মহসিন তালুদার ও সোলেমান প্রধান প্রমূখ। উদ্যোগ গ্রহনকারী গ্রামবাসীরা জানান, প্রধানমন্ত্রীর আহবানে অনুপ্রাণিত হয়ে এবং গ্রামের কর্মহীন পরিবারদের অসহায়ত্ব দেখে আমরা এ উদ্যোগ গ্রহন করি। এতে আমাদের নারান্দিয়া গ্রামের বিত্তবান ও প্রবাসীরা সহযোগিতা করেন। আমার মনে করি দেশের প্রতিটি গ্রামের বিত্তবান ও স্বচ্ছল মানুষদের যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। আমরা যতটুকু পারি অব্যাহতভাবে এই সঙ্কটে হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ।