স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শিল্পপতি বশিরুল আলম মিয়াজী বলেন, আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় দেশের কোন মানুষই না খেয়ে থাকবে না। করোনা দুর্যোগে কর্মহীন সকল শ্রেণীপেশার মানুষ চালসহ দেশের এক কোটি কর্মহীন পরিবার প্রধানকে নগদ আড়াই হাজার টাকা করে দেয়ার প্রকল্প হাতে নিয়ে দেশে ইতিহাস স্বৃষ্টি করেছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের নির্দেশনায় সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌরসদর এবং দৌলতপুর ইউনিয়নে করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র পরিবারের খাদ্য সামগ্রী বিতরণকালে একথা বলেন।
পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার পাশাপাশি সমাজের বিত্তশালীদের কর্মহীনদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার তথা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করেন। দেশের রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নের পাশা-পাশি গৃহহীনদের ঘর নির্মাণসহ গরীব, অসহায় জনগনের জন্য ভিজিডি কার্ড, বয়স্কভাতা, প্রতিবন্ধি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে বিভিন্ন ভাবে জনগনকে সহযোগিতা করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার এর সার্বিক তত্ত্বাবদানে এবং বশিরুল আলম মিয়াজীর অর্থায়নে সামাজিক দূরত্ব বজায় রেখে ৯’শ কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য জি এস সুমন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, ছাত্তার তালুকদার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক খন্দকার শাহজাহান, যুগ্ন আহবায়ক বিল্লাল মজুমদার, সদস্য মনির হোসেন, মাহবুবুর রহমান লীল মিয়া, পৌর সেচ্ছাসেবকলীগ আহবায়ক ফকরুল ইসলাম সরকার, যুগ্ন- আহবায়ক মনির হোসেন ও আব্দুর রহমান মানিক সরকার প্রমূখ।