স্টাফ রিপোর্টার,
দ্বিতীয় ধাপে কুমিল্লার তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। বুধবার প্রতীক বরাদ্ধ পেয়েই প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা । বৃহস্পতিবার জগতপুর ইউনিয়নে গিয়ে দেখা যায় নানারকম নির্বাচনী গান আর মাইকিংয়ে চলছে প্রচারণা । দেখা হয় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী কাইয়ুম এর সাথে । তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শামসু উদ্দিন আহম্মেদ ও মরহুম হুমায়ন সাহেবের কবর জিয়ারত এবং সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর কাছ থেকে দোয়া নিয়ে গণসংযোগে নেমেছেন বলে এই প্রতিবেদককে জানান ।
তিনি সকলের দোয়া ও ব্যালটের মাধ্যমে সমর্থন চেয়েছেন । প্রার্থীরাও দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতি।একই পদে আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। বৃহস্পতিবার বিকালে জগৎপুর বাজারে এবং রাস্তার মোড়ে মোড়ে সমবেত জনতার দৃষ্টি আকর্ষণ করে সালাম দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন এবং তার মার্কায় (চশমায়) ভোট চাচ্ছেন । নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়ে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন নিজের লিফলেট। নির্বাচনে কোনো কারচুপি না হলে জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি । আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান । জয়ের ব্যাপারে তিনিও শতভাগ আশাবাদী ।
জগৎপুর বাজারের সাধারণ ভোটার ছোট ছোট দোকানদাররা জানান, ইউনিয়ন নির্বাচনটি আমাদের কাছে উৎসবের মতো মনে হয় । আর এখানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে এখানে ত্রিমুখি লড়াই হবে। যেই পাশ করুক ভোটের ব্যবধান হবে সামান্য ।
আপনার মতামত লিখুন :